নিউজ ডেস্ক »
আসন্ন বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের সবশেষ দ্বিপাক্ষীয় সিরিজ। অক্টোবরের ৫ তারিখে ভারতে পর্দা উঠছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপের। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা এ সিরিজে বিশ্রামে থাকলেও দলে ফিরেছেন অবসর ভেঙ্গে ফেরা তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা। সাকিবের অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।
অন্যদিকে কিউইরাও নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে বিশ্রামে রেখে অধিনায়কত্বের ভার তুলে দিয়েছে বোলার লুকি ফার্গুসনের কাঁধে। তবে ট্রেন্ট বোল্ট, ইশ সোধিরা ঠিকই আছেন এই সিরিজে। মূলত বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সাড়তেই বাংলাদেশের মাঠে খেলতে এসেছে নিউজিল্যান্ড।
আগামীকাল ২১ সেপ্টেম্বর দুপুর ২টায় মিরপুরের হোম অব ক্রিকেটে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশের মাটিতে কিউইদের পরিসংখ্যান মোটেও তাদের পক্ষে কথা বলছে না। বাংলাদেশে খেলা সবশেষ ৭ ম্যাচের সবকটাতেই হেরেছে নিউজিল্যান্ড।
তবে দিবারাত্রির এই ম্যাচের দিনে আবহাওয়ার পূর্বাবাস বলছে সবচেয়ে বড় সমস্যার নাম হতে পারে বৃষ্টি। আজ সারাদিন ঢাকার আসার ছিলো মেঘলা। গুড়িগুড়ি বৃষ্টিও পড়েছে।