নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে এক হার্দিক পান্ডিয়াই পার্থক্যটা গড়ে দিয়েছেন। ব্যাটে-বলে হার্দিকের এই পারফর্ম্যান্স নজর কেড়েছে সবার। চোখ এড়ায়নি সাবেক ক্রিকেটার মিকি আর্থারের। হার্দিককে ভারতীয় দলের ‘জ্যাক ক্যালিস’ বলছেন সাবেক এই গ্রেট।
সীমিত ওভারের ক্রিকেটে সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন ক্যালিস। ব্যাট হাতে তো দাপট দেখাতেনই। সাউথ আফ্রিকার ওয়ানডে এবং টেস্টে বেশ দাপটের সঙ্গেই খেলেন ক্যালিস। টি-টোয়েন্টিও খেলেছেন শেষ সময়ে কিছু।
আর্থার বলেন, “হার্দিক পান্ডিয়া দলে থাকা মানে ভারত ১২ জন নিয়ে খেলছে। আমি যখন দক্ষিণ আফ্রিকা দলের কথা মনে করিয়ে দেয়, যখন আমাদের জ্যাক ক্যালিস ছিলো। আপনার দলে এমন একজন ক্রিকেটার আছে যে চার পেসারের একজন এবং সেরা পাঁচে ব্যাটিংও করে।”
চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা দারুণ কাটছে হার্দিকের। আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে প্রথম দফায়ই শিরোপা জিতেছেন তিনি। চলমান এশিয়া কাপেও সেই ফর্ম ধরে রেখেছেন ভারতীয় অলরাউন্ডার।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৭ বলে চারটি চার ও একটি ছক্কায় অপরাজিত ৩৩ রান করেন হার্দিক। এর আগে বল হাতে ২৫ রান খরচায় তিন উইকেট নেন তিনি। তাতে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন এই হার্ডহিটার।