নিউজ ডেস্ক »
মা, পরম আশ্রয়স্থল পৃথিবীর প্রতিটি সন্তানের জন্য। আজ ১০ই মে বিশ্ব মা দিবস। আর এই মা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম শুভেচ্ছা বার্তা ও মায়ের প্রতি ভালবাসার বাণী প্রকাশ করেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার ভিরাট কোহলি সহ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার মায়ের সাথে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে লিখেন, ‘শুভ মা দিবস’। ছবিটি দেখে বুঝা যায় পৃথিবীর এই সঙ্কটময় পরিস্থিতিতে মায়ের সঙ্গে বেশ আনন্দঘন সময় কাটছে ভিরাটের।
এইদিকে ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজ সিং মাকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ভিডিও বার্তা পোস্ট করে শুভেচ্ছা প্রকাশ করেন। মায়ের প্রতি ভালবাসা প্রকাশ করতে যেয়ে তিনি বলেন, ‘যখন আপনি মা দিবসে সকালে ঘুম উঠে টয়লেটে বসার পরিবর্তে মায়ের কোলে বসেন, তিনি এটা ভালবাসেন। মা তোমাকে ভালবাসি। আমার সবচেয়ে ভাল বন্ধু, আমার সফলতার ভিত্তি। মা দিবসের শুভেচ্ছা।’
বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অনেক নামি দামি ক্রিকেটার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের প্রতি ভালবাসা প্রকাশ করেন। করোনা ভাইরাসের থাবায় স্তম্ভিত পৃথিবীতে মা দিবসে ঘরে ঘরে আনন্দের সুবাতাস বয়ে যাক এটাই কামনা সকলের।
বাংলাদেশ সময়: ৫:১০ পিএম
নিউজক্রিকেট২৪/এমএস