নিউজ ডেস্ক »
করোনাকালে জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে দেশের প্রথম শ্রেনীর ক্রিকেটাররা যে যেভাবে পারছেন এগিয়ে আসছেন৷ সাহায্য করছেন অসংখ্য খেটে খাওয়া মানুষ ও মধ্যবিত্তদের। এবার তাদের দলে যোগ হলো ক্রিকেটার অভিষেক মিত্র। ১ম শ্রেনীর ক্রিকেটে তিনি রাজশাহী দলের হয়ে খেলেন, আর ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপির) ছাত্র।
সম্প্রতি তিনি তার মায়ের নামে একটি ফাউন্ডেশন চালু করেছেন। যে ফাউন্ডেশনে তিনি আনঅফিসিয়ালি কাজ শুরু করেছেন। সাহায্য করেছেন প্রায় ৫০ জন পরিবারকে। তার সাথে সহযোগিতায় ছিলেন রাজশাহীর আরও কিছু ক্রিকেটার। এই ব্যাপারে তিনি গতকাল তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে একটি ছবি দিয়ে স্ট্যাটাস দেন।
তিনি লিখেন, ‘আমি গত কিছু দিন আগে আমার মায়ের নামে একটা ফাউন্ডেশন আনঅফিসিয়ালি কাজ শুরু করি। প্রথমে আমার ঘর মানে রাজশাহী দলের সবাইকে প্রস্তাবটি দিয়েছি, মাত্র দুই দিনে আমাদের ফান্ডে ২৫০০০ হাজার টাকা জমা পড়ে। যা দিয়ে ৫০ পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছি। রাজশাহী দল আর আমার এক ছোট ভাই এই পথে অনেক সাহায্য করে। পরবতীতে আমার এই উপহার বিতরণের পর আরো ৫০ জন মানুষ আমার বা আমার পরিবারের দারস্থ হয়েছে আর বতর্মান পরিস্থিতিতে আমার পক্ষে একা এটা সম্ভব না ফলে কাছের কিছু খেলোয়াড় বড়ভাই বন্ধুকে কল দিয়েছি আশা করছি ২৭ যে রমজান আরো ৫০ প্যাকেট উপহার দিতে পারবো। মুন্নি ফাউন্ডেশন আমাদের সবার। আমার মা আমাদের সবার আদরের তাই আমার ইচ্ছা তিনি এই ফাউন্ডেশনে মাঝে বেঁচে থাকুক। পরিকল্পনা বড় আছে ঈশ্বর সহায়।’
এই ব্যাপারে অভিষেক মিত্রের সাথে যোগাযোগ করা হলে তিনি নিউজ ক্রিকেট২৪ কে বলেন, ‘আমার মায়ের নামে ফাউন্ডেশনটা করেছি। এলাকায় অনেক মানুষ আছে যারা কষ্টে আছে কিন্তু মুখ ফুটে লোক লজ্জায় বলতে পারছেনা। আমি এমন ৫০টি পরিবারকে রাতের আধাঁরে সাহায্য করার চেষ্টা করেছি৷ সামনে আরো পরিবারকে সাহায্য করার ইচ্ছে আছে।’
বাংলাদেশ সময়: ৩:৩০ পিএম
নিউজক্রিকেট/আরআর