নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বিশ্বকাপ তো দূরে থাক, বিশ্রামের নাম করে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারই শেষ করে দেওয়ার পরিকল্পনা সাজিয়েছিল ম্যানেজমেন্ট।বিশ্রামের মোড়কে তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একরকম দূরে রাখা হয়েছিল। সেই মাহমুদউল্লাহ বিশ্বকাপে এসে দুর্দান্ত খেলে চলেছেন। বিপদের মুহূর্তে হাল ধরে বাংলাদেশের স্কোর সম্মানজনক অবস্থায় নিয়ে যাচ্ছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার।
মাহমুদউল্লাহকে আরও ভালোভাবে বাংলাদেশ কাজে লাগাতে পারে বলে মনে করছেন মিসবাহ উল হক।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদউল্লাহ দুর্দান্ত ব্যাটিং করলেও তাঁকে নিয়ে আফসোস করছেন মিসবাহ। ‘এই স্পোর্টসে’ পাকিস্তানের তারকা ব্যাটার বলেছেন, ‘রিয়াদ অসাধারণ খেলেছে। ২০১৫ বিশ্বকাপে সে (মাহমুদউল্লাহ) দুটি সেঞ্চুরি করেছিল। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছিল। দক্ষিণ আফ্রিকার পেসারদের বিপক্ষে সে দুর্দান্ত খেলেছে। ভালো দলের বিপক্ষেই সেঞ্চুরিগুলো করেছে। মাহমুদউল্লাহকে নিয়ে বাংলাদেশ অপচয় করছে।’