মাশরাফির ছোটভাই মোরসালিনও করোনা পজিটিভ

নিউজ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার করোনা পজিটিভ হওয়ার খবর আসে গত ২০ জুন। মাশরাফি আক্রান্ত হওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিলো মাশরাফির ছোট ভাই মোরসালিনও করোনা আক্রান্ত হয়েছেন কিনা। করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠালে আজ মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজারও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

মাশরাফি করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে নতুন করে তার ছোট ভাই মোরসালিনের আক্রান্ত হওয়ার রিপোর্ট আজ এসেছে। মোরসালিন বিন মোর্ত্তজা নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

এদিকে মাশরাফি নিজে করোনায় আক্রান্ত হওয়ার ফলে ছেলে মেয়েকে পাঠিয়ে দিয়েছেন গ্রামের বাড়ি নড়াইলে। পরিবারের সবার করোনার ফলাফল নেগেটিভ আসলেও পজিটিভ এসেছে মাশরাফীর ছোট ভাইয়ের। তিনিও এখন আইসোলেশনে আছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »