মাশরাফি অনড় নিজের সিদ্ধান্তে

নিউজ ডেস্ক »

মাশরাফিকে অবসর নিতে বলেছিলেন বোলিং কোচ ওটিস গিবসন। কিন্তু মাশরাফি অনড় তাঁর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে।

করোনার পূর্বে সদ্যসমাপ্ত জিম্বাবুয়ে সিরিজটি ছিলো অধিনায়ক হিসেবে মাশরাফি মর্ত্তুজার শেষ সিরিজ। ইচ্ছা না থাকলেও টেস্ট থেকে অঘোষিত বিদায় নিয়েছেন বলা চলে। ইচ্ছা না থাকলেও বলতে মাশরাফি চেয়েছিলেন সুযোগ পেলে একটি টেস্ট খেলবেন হয়তো এভাবেই বিদায় নিতে চেয়েছিলেন। তবে বিসিবি থেকে কোনো সাড়া পাননি তিনি কারণ তার ফিটনেস,পার্ফরমেন্স সব ই ছিলো তার বিপক্ষেই। ২০১৭ সালে বিদায় নিয়েছেন টি-টোয়েন্টি থেকেও।

ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে অবসর নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই। প্রথম আলোর সাক্ষাৎকারে জাতীয় দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন মাশরাফিকে অবসর নিতে বলেছেন। মাশরাফিকে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা অন্যভাবে তরুণ ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করতে বলেছেন গিবসন।

মাশরাফি অবশ্য আগেই এই প্রসঙ্গে নিজের অবস্থান পরিস্কার করেছেন। তিনি জানিয়েছিলেন ক্রিকেট তার প্যাশন। তিনি এখনই ক্রিকেট ছাড়তে চান না,খেলে যেতে চান আরো কিছুদিন।আন্তর্জাতিক ক্রিকেট না হলেও ঘরোয়া ক্রিকেট খেলতে চান ৩৬ বছর বয়সী সাবেক এই কাপ্তান।

প্রথম আলোকে আজ মাশরাফি বলেছেন, ‘কোচ-নির্বাচকরা তাঁদের মতো পরিকল্পনা করবেন, এটাই স্বাভাবিক। এখানে আলাদাভাবে কিছু বলার আছে বলে মনে করি না। আমি যেহেতু এখনো অবসর নিইনি, আমি আমার চেষ্টা করে যাবো। দল নির্বাচন নিয়ে তো আমার কথা বলার অধিকার নেই। সেটা নিয়ে আমি বলতেও চাই না। তাঁরা তাঁদের পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন, আমি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করব এটাই স্বাভাবিক।’

তবে কোচদের পরিকল্পনাকেও সম্মান জানিয়েছেন মাশরাফি। তবে এখনি ক্রিকেট ছাড়তে নারাজ বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক।

সূত্রঃ প্রথম আলো।

বাংলাদেশ সময়ঃ ৯:৩৫ এএম

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »