নিউজ ডেস্ক »
করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিলামে তুলেছিলেন তার ১৮ বছরের প্রিয় ব্রেসলেটটি। সেটি বিক্রি হয়েছিলো ৪২ লক্ষ টাকায়। আজ সে টাকা বুঝে পেলো নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।
নিলামে মাশরাফির ব্রেসলেটটি কিনে নিয়েছিল বাংলাদেশ লিজিং এ্যান্ড ফিন্যান্স কোম্পানিস অ্যাসোসিয়েশন। প্রতিষ্টানটি তাদের কথামত নিলামে উঠা সব অর্থ পরিষদ করেছে মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে। মাশরাফি গত ২০১৭ সালে মানুষদের সাহায্য করতে এই ফাউন্ডেশন গঠন করেছিলেন।
নিলাম থেকে বাংলাদেশ লিজিং এ্যান্ড ফিন্যান্স কোম্পানিস অ্যাসোসিয়েশন এই ব্রেসলেটটি কিনে নিয়েছিলো ৪০ লক্ষ টাকায়। সাথে আইপিডিসি’র পক্ষ থেকে ৫% (২ লক্ষ) টাকা যোগ হয়৷ যা একসাথে হয়ে যায় ৪২ লক্ষ টাকা।
আজ বাংলাদেশ লিজিং এ্যান্ড ফিন্যান্স কোম্পানিস অ্যাসোসিয়েশন একটি ৪০ লক্ষ টাকার ব্যাংক চেক প্রধান করেন মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে। সাথে বাকি ২ লাখ টাকারও আরেকটি চেক দেয়া হয়।
গত ১৭ই মে এই ব্রেসলেটটি নিলামে উঠেছিল নিলাম সংস্থা অকশন ফর অ্যাকশন থেকে। যার পুরো অর্থ ব্যায় হবে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য।
বাংলাদেশ সময়ঃ ৮:৪৫ পিএম
নিউজক্রিকেট/আরআর