মাশরাফির ব্যাপারে কৌশলী উত্তর অধিনায়ক তামিমের!

নিউজ ডেস্ক »

মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার পর বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের কাঁধে উঠে অধিনায়কত্ব। অধিনায়কত্ব পাওয়ার পর এখনো একটি সিরিজও খেলা হয়নি। মাশরাফি অধিনায়কত্ব ছাড়লেও এখনো খেলোয়াড় হিসেবে থেকে গেছেন। অনেক বার অনেক মাধ্যমে বলেছেন তিনি সাধারণ খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যেতে চান। তাই স্বাভাবিক ভাবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে বোলার মাশরাফিকে তামিম তার ওয়ানডে দলে নেবেন কিনা। তামিম এই প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু অনেকটা কৌশলী উত্তর।

সম্প্রতি ক্রিকেট ভিত্তিক পোর্টাল ক্রিকফ্রেঞ্জির লাইভে এসেছিলেন তামিম ইকবাল। লাইভে তাকে এক সময় প্রশ্ন করা হয় মাশরাফি বিন মুর্তজাকে তিনি তার দলে চাইবেন কিনা। উত্তরে তামিম ছিলেন কিছুটা রক্ষণশীল। সরাসরি না বললেও তামিম বলেন মাশরাফিকে যেকোনো অধিনায়ক দলে চাইবে।

তামিম বলেন, ‘দেখেন আমি এখনো নতুন অধিনায়ক। আমি সরাসরি গিয়ে প্রথম সিলেকশন মিটিংয়ে বলতে পারবোনা আমার এই
খেলোয়াড়কে চাই ওই খেলোয়াড়কে চাই। এটা দেখতে ভালো লাগেনা। আমার এই সম্মানটা আগে অর্জন করে নিতে হবে। আর এটির একমাত্র পথ হলো আমার সব দিকের পারফরম্যান্স। আমি ভালো করলে তারপর এই সুযোগটা আমি পাবো।’

‘মাশরাফি ভাইয়ের কথা বললে, তিনি একজন কিংবদন্তি আমাদের দেশের। আমি মনে করিনা বাংলাদেশের এমন কেউ নেই যে মাশরাফি ভাইকে দলে চাইবেনা। কিন্তু এখানে অনেক কিছু বিবেচনা করতে হবে। সঠিক সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে৷ কিন্তু তিনি আমাদের কিংবদন্তী।’

উল্লেখ্য, গত ৫ বছরে দেশের হয়ে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মাশরাফি বিন মুর্তজা। এখন দেখার বিষয় বোর্ড আর কোচ বোলার মাশরাফিকে দলের জন্য বিবেচনা করবে কিনা।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »