নিউজ ডেস্ক »
একটা তথ্য আমাদের অনেকেরই অজানা। আর সেটা হলো বর্তমানে খেলছে এমন প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার মাশরাফি বিন মোর্ত্তজা। যারা নিয়মিত ক্রিকেটের খবর রাখেন তাদের কাছে মাশরাফি মোর্ত্তজা পরিচিত বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে। যদিওবা অধিনায়কত্বে সাবেক হয়েছেন তিনি।
করোনার শুরু থেকেই অসহায় মানুষদের জন্য কাজ করে খবরের শিরোনাম হয়ে আসছিলেন মাশরাফি। গতকাল হুট করে আবারো খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার নিজেকে করোনা পজিটিভ হয়ে।
ক্রিকেটারের পাশাপাশি সংসদ সদস্য হিসেবে করোনায় আক্রান্ত হওয়ায় বাংলাদেশি গণমাধ্যমের প্রধান শিরোনাম ছিলেন মাশরাফি। কিন্তু দেশ পেরিয়ে দেশের বাইরেও শিরোনাম হয়েছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।
ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোতে গতকাল মাশরাফি মোর্ত্তজার সাথে করোনা আক্রান্ত বাংলাদেশের আরো দুই ক্রিকেটার নাফিস ইকবাল ও নাজমুল ইসলাম অপুর নাম জুড়ে দেওয়া হয়েছে।
এদিকে ভারতের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারে মাশরাফির করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। ‘করোনায় আক্রান্ত মাশরাফি মোর্ত্তজা’ এমন শিরোনামে খবর প্রকাশ করে তারা।
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিসিবি) মাশরাফির করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের খালিজ টাইমস, তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু নিউজ প্রচার করেছে মাশরাফীর করোনায় আক্রান্তের খবর। পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যমেও মাশরাফির করোনায় আক্রান্তের খবর প্রকাশিত হয়েছে।