নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট মানেই রেকর্ড ভাঙা আবার নতুন রেকর্ড তৈরি করা। সেটা কখনো সেরা হবার রেকর্ড আবার কখনও সবচেয়ে বাজে রেকর্ড। আইপিএলে এমনই এক রেকর্ডের ভাগিদার টাইগার ক্রিকেটের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজা।
২০০৯ সালে আইপিএলের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামেন মাশরাফি বিন মুর্তজা। ডেকান চার্জার্সের বিপক্ষে ম্যাচে ৫৮ রান খরচায় কোনো উইকেট নিতে পারেননি মাশরাফি। ফলে বাজে বোলিংয়ের রেকর্ডে সবার উপরে চলে যান ম্যাশ।
২০১৩ সালে রায়ান ম্যাকলারেন ম্যাশকে পেছনে ফেলে বাজে বোলিংয়ের তালিকায় প্রথম স্থানে চলে যান। এদিকে আইপিএলের ১২তম আসরে কুলদিপ যাদব মাশরাফিকে ছাড়িয়ে চলে গেছেন বাজে বোলিংয়ের ক্ষেত্রে দুইয়ে।
এক নজরে দেখে নেয়া যাক আইপিএলের বাজে বোলিং ফিগার।
২/৬০- রায়ান ম্যাকলারেন, ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে
১/৫৯- কুলদ্বীপ যাদব, আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে
০/৫৮- মাশরাফি বিন মুর্তজা, ২০০৯ সালে ডেকান চার্জার্সের বিপক্ষে
১/৫৮- শিভাম মাভি, ২০১৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে