মাশরাফিকে অধিনায়ক রেখে আতাহার আলীর সেরা একাদশ

নিউজ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটের কণ্ঠস্বর বলা হয় ধারাভাষ্যকার আতাহার আলী খানকে। নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পরে সেটাকে বাংলা ওয়াশে নতুন নামকরণ করা ব্যাক্তিটিও তিনি। জাতীয় দলে খেলেছেন দীর্ঘদিন। এছাড়াও ধারাভাষ্যকার হিসেবে চোখের সামনেই দেখছেন বাংলাদেশ ক্রিকেটের উত্থান। এবার নিজের তৈরি করা বাংলাদেশ ক্রিকেটের সেরা একাদশ ঘোষণা করেছেন তিনি।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের দেখা বাংলাদেশ ক্রিকেটের সেরা একাদশের নাম প্রকাশ করেন সাবেক এই ক্রিকেটার। এসময় দলের অধিনায়ক হিসেবে রাখেন সদ্য অধিনায়কত্ব ছেড়ে দেওয়া মাশরাফি বিন মর্তুজাকে। এছাড়াও ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে থাকবেন লিটন কুমার দাস।

তিন নং পজিশনে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেই রাখবেন তিনি। ক্যারিয়ারে খুব অল্প সময় এই পজিশনে খেললেও দারুণ পারফর্ম করায় এই যায়গাটা শুধুই সাকিব আল হাসানের। মিডল অর্ডারের দ্বায়িত্বে থাকবেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার এবং মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও মিডল অর্ডারে সৌম্য সরকারের ব্যাট সেভাবে জ্বলে না উঠলেও নিজের দিনে শেষের দিকে ঝড় তুলতে পারদর্শী তিনি। এছাড়াও সাথে পেস বোলিংটি আলাদা সুবিধা দেবে অধিনায়ককে।

এছাড়া লোয়ার অর্ডার সামলানোর দ্বায়িত্ব থাকবে মোহাম্মদ মিথুন এবং অলরাউন্ডার সাইফুদ্দিনের কাছে। শেষের দিকে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে পারেন দুজনেই। দুর্দান্ত পেস বোলিংয়ের সাথে স্ট্রোক খেলতেও দারুণ পটু ফেনী এক্সপ্রেস। এছাড়া একমাত্র স্পিনার হিসেবে দলে খেলবেন মেহেদী হাসান মিরাজ।

দলে পেস এ্যাটাকের দ্বায়িত্ব সামলাবেন মাশরাফি বিন মোর্ত্তজা এবং মোস্তাফিজুর রহমান। সাথে সৌম্য সরকার এবং সাইফুদ্দিনকে নিয়ে শক্তিশালী পেস এ্যাটাক তৈরি করেছেন আতাহার আলী খান।

আতাহার আলীর সেরা বাংলাদেশ দলঃ তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মোর্ত্তজা, মেহেদী হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »