নিউজ ডেস্ক »
এশিয়ান গেমসের কোয়াটার ফাইনালে মালেশিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সাইফ হাসানের নেতৃত্বে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১১৬ রান করেছে বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকলে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক সাইফ হাসানের অপরাজিত ফিফটিতে ১১৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। এছাড়া আফিফ হোসেন ব্যাট থেকে আসে ২৩ রান।
সাইফ ও আফিফ ছাড়া আর কোন ব্যাটারই উইকেটে থিতু হতে পারেননি। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয় দুজনই শূন্য রানে সাজঘরে ফিরেন।