মার্ক উডের বদ‌লি সা‌কিব মাহমুদ!

শোয়েব আক্তার »

সাইড স্ট্রেই‌নের ইঞ্জু‌রিতে প‌ড়ে আসন্ন শ্রীলঙ্কা সফ‌রের টেস্ট দল থে‌কে বাদ পড়‌লেন ইং‌লিশ পেসার মার্ক উড। তার প‌রিব‌র্তে দ‌লে অর্ন্তভুক্ত করা হয়ে‌ছে ডানহা‌তি পেসার সা‌কিব মাহমুদ। ইংল্যা‌ন্ডের জা‌র্সি গাঁ‌য়ে এক ওয়ান‌ডে ও তিন‌টি টি-‌টো‌য়ে‌ন্টি খেল‌লেও টেস্ট খেলা হয়‌নি তার।

বল হা‌তে সময়টা বেশ ভা‌লো যা‌চ্ছিল মার্ক উডের। দ‌ক্ষিণ আফ্রিকার বিপ‌ক্ষে চার ম্যা‌চের টেস্ট সি‌রিজ ৩-১ ব্যবধা‌নে জেতায় গুরুত্বপূর্ণ ভূ‌মিকা ছিল তার। কিন্তু ভাগ্য বাঁধা হ‌য়ে দাঁড়া‌লো তাঁর ধারাবা‌হিক সাফ‌ল্যের মাঝখা‌নে। সর্ব‌শেষ দ‌ক্ষিণ আফ্রিকা সফ‌রের দল থে‌কে তিন‌টি প‌রিবর্তন এনে দল ঘোষণা ক‌রে‌ছিল ইসি‌বি। ১৬ সদ‌স্যের দল থে‌কে ছিট‌কে গে‌লেন মার্ক উড।

গ‌লে, আই‌সি‌সি টেস্ট চ্যা‌ম্পিয়নশী‌পের অংশ এই টেস্ট সি‌রিজ শুধু হ‌বে আগামী মা‌সের ১৯ তারিখ। সি‌রি‌জের দ্বিতীয় ম্যাচ‌টি অনু‌ষ্ঠিত হ‌বে কলোম্ব‌তে, আগামী ২৭ মার্চ।

ইংল্যান্ড টেস্ট দল: জো রুট(অ‌ধিনায়ক), বেন স্টোকস(সহ অধিনায়ক), ড‌মি‌নিক বেস, স্টুয়ার্ড ব্রড, জস বাটলার, জ্যাক ক্রাউলে, জো ডেন‌লি, স্যাম কারান, বেন ফোকস, কি‌টোন জে‌নিংস, ক্রিস ওকস, ম্যাথু পা‌র্কিনসন, ও‌লি পোপ, ড‌মি‌নিক সিব‌লে, জ্যাক লিচ, সা‌কিব মাহমুদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »