নিউজ ডেস্ক »
গেল জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ দিয়ে অধিনায়কত্বের ইতি টেনেছেন মাশরাফি বিন মোর্ত্তজা। তৃতীয় ও শেষ ম্যাচের আগের দিন হুট করেই গণমাধ্যমের সাথে কথা বলতে এসে মাশরাফি জানান, অধিনায়ক হিসেবে এটাই তাঁর শেষ সিরিজ। ক্রিকেট চালিয়ে গেলেও অধিনায়কত্বের ইতি টানছেন এখানেই। অধিনায়ক মাশরাফির এমন সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অনেকেই। সিরিজ চলাকালীন সময়ে হুট করে এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে কোন বড় কারণ আছে কিনা এটা নিয়ে আলোচনা তখন থেকেই চলছে ক্রিকেট পাড়ায়। অবশেষে অধিনায়কত্ব ছাড়ার বিষয় নিয়ে মুখ খুলেছেন মাশরাফি।
সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বিন মোর্ত্তজা জানান, মাত্র দুই মিনিট সময়ে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত সেটা পরিষ্কার করে বলেন নি ম্যাশ।
অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত কতটা কঠিন ছিলো এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘সিদ্ধান্ত তো দুই মিনিটের ভেতরেই নিয়েছি। আর সিদ্ধান্ত নেওয়ার পরে কোন কাজই কঠিন নয়। সিদ্ধান্ত নেওয়ার কাজটা কঠিন ছিলো না। ঘুম থেকে ওঠে পাপন ভাইকে (নাজমুল হাসান) বলেছি আই অ্যাম ডান এরপর আমার পরিবারকে জানিয়েছি।’
এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিলো মাশরাফি। ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের সাথে এর কোন যোগসূত্র আছে কিনা এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘সত্যি বলতে গেলে যোগসূত্র নেই। তবে হ্যাঁ, কোনদিক থেকে বললে হয়তো আছে।’
সূত্রঃ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
বাংলাদেশ সময়ঃ ১১: ০৫ পিএম
নিউজক্রিকেট/দুর্জয়