‘মাঠে ফিরতে পেরে আমরা দারুণ খুশি’- রস টেইলর

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাস প্রকোপের কারণে গত মার্চ মাসে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই দেশে ফিরে আসে নিউজিল্যান্ড দল। এরপর থেকে ঘরেই সময় কাটছে দেশটির সকল ক্রিকেটারদের। দীর্ঘ বিরতির পর কিছুদিন হলো অনুশীলনে ফিরেছে ব্লাক-ক্যাপসরা। মাঠে ফিরতে পেরে তাই দারুণ খুশি রস টেইলররা।

নিউজিল্যান্ডের নিদিষ্ট দক্ষিণঅঞ্চলে যারা অবস্থান করছেন সেসকল ক্রিকেটারদের সঙ্গে নিয়ে গত ১৩ জুলাই লিংকনে চার দিনের ক্যাম্প শুরু করে তারা। এবার উত্তরাঞ্চলে অবস্থানরত ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু হলো মাউন্ট মঙ্গানুইতে।

সেই ক্যাম্পে টেইলরের সঙ্গে আছেন ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, জিত রাভালরা। এছাড়া আগামী মাসে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলবেন টেলরসহ আরো পাঁচ ক্রিকেটার। এ কারণে নিজেদের ঝালিয়ে নেওয়ার প্রস্তুতিও সেরে নিয়েছেন কয়েকজন।

অনুশীলন শেষে টেইলর বলেন, ‘গত কয়েকমাস কিছুটা অস্থিরতায় ছিল। কংক্রিট ছেড়ে ঘাসের ওপর ট্রেনিংয়ে ফিরতে পেরে ভালো লাগছে। আমাদের বেশ কয়েকজন সিপিএলে খেলতে যাবে। ক্রিকেটীয় অনুশীলনে ফিরতে পারায় দারুণ একটি  ব্যাপার অনুভব করছি।’

ব্লাক ক্যাপসদের প্রধান কোচ গ্যারি স্টেড ও বোলিং কোচ শেন জার্গেনসেনের নেতৃত্বে চলতি সপ্তাহে দুই গ্রুপে ভাগ হয়ে আবার ট্রেনিংয়ে অংশ নেবেন কিউই ক্রিকেটাররা।

নিউজক্রিকেট/এসএস

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »