নিউজ ডেস্ক »
মাঠের অনুশীলনে ফিরছেন সদ্য মরণঘাতী কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হওয়া কেপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মর্তুজা। পবিত্র ঈদ-উল-আজহার পরপরই মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন মাশরাফি।
ইতোমধ্যে মাঠে অনুশীলন শুরু করেছেন মুশফিক- মিথুন সহ অনেক ক্রিকেটার। তবে সদ্য করোনা ভাইরাসের কবল থেকে মুক্ত হওয়া মাশরাফি শারীরিকভাবে এখন পুরোপুরি প্রস্তুত নন মাঠে ফিরতে। করোনা থেকে মুক্তি পেলেও শরীরে এর প্রভাব রয়েছে কিছুটা। শারীরিক দুর্বলতা এখনো পুরোপুরি কাটেনি। তাই মাশরাফির চাওয়া, আরো কিছুদিন বিশ্রামের পর মাঠে ফিরবেন।
এ নিয়ে গণমাধ্যমে মাশরাফি জানান, ‘আমি এখনো পুরোপুরি সুস্থ হইনি। তবে আমি আশা করি আবারো অনুশীলন শুরু করতে পারব ঈদের পরে।’ গত ১৪ই জুলাই করোনার পরিক্ষায় নেগেটিভ ফলাফল আসে তার।
তাছাড়া ইতোমধ্যে অনুশীলনে ফিরেছেন গত ১লা জুলাই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হওয়া জাতীয় দলের বাহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। এ ব্যাপারে অপু জানান, ‘আমি অনুশীলন শুরু করেছি। তবে কিছু সমস্যা বোধ করছি। বেশি সময় শ্বাস ধরে রাখতে পারছিনা। শারীরিক দুর্বলতাও আছে।‘
নিউজক্রিকেট/এমএস