মাঠেই রক্তাক্ত অবস্থায় ছিলেন ওয়াটসন

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

আইইপিএলের ১২তম আসরের পর্দা নেমেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে। ১২মে দুই দলের ফাইনালের লড়াইয়ে শেষ পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে ১ রানে ম্যাচ জিতে শিরোপা ঘরে তোলে মুম্বাই।

১৫০ রানের লক্ষ্যটা টি-২০ ক্রিকেটে ছোট হলেও এদিন এই লক্ষ্য টপকাতে পারেনি চেন্নাই সুপার কিংস। দলের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেনে নিয়ে যান শেন ওয়াটসন। শেষ ওভার পর্যন্ত ব্যাট করে ফিরে যান ৮০ রানের ইনিংস খেলে। শেষের দিকে রান নিতে ড্রাইভ দিলে ওয়াটসনের হাঁটুতে চোট লাগে। সেই চোটের কথা কাউকে না জানিয়ে ওয়াটসন ব্যাট চালিয়ে যান ঠিকই।

হাঁটুর চোট থেকে শেষ পর্যন্ত রক্ত ঝরলেও সেই কথা কাউকেই জানাননি এই অজি অলরাউন্ডার। ম্যাচ শেষে যেখানে ছয়টি সেলাই লেগেছে সেই চোট নিয়ে রক্তাক্ত অবস্থায়ই ব্যাটিং করছিলেন ওয়াটসন।

ওয়াটসনের চেন্নাই সতীর্থ হরভজন সিং ম্যাচ শেষে এক টুইটের মাধ্যমে ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »