মাঠকর্মীদের পাশে দাঁড়াচ্ছেন ভেট্টরি!

নিউজ ডেস্ক »

এই করোনা কালে অনেকেই এগিয়ে আসছেন তাদের সাধ্যমত। মুশফিক, সাকিব, তামিম, নাজমুল অপুদের মত ক্রিকেটাররা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন দু:স্থদের জন্য কিছু করতে। স্থানীয় ক্রিকেটারদের এই উদ্যোগের পাশাপাশি এবার এগিয়ে আসছেন বিদেশী একজন কোচও। তিনি বাংলাদেশের স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি।
জানা গেছে, মিরপুর সহ দেশের অন্যান্য মাঠের স্টাফদের জন্য আর্থিক অনুদান দিচ্ছেন নিউ জিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।

দীর্ঘ সময় ধরে কোভিড ১৯ এ আক্রান্ত পুরো বিশ্ব। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ক্রীড়াঙ্গনের প্রতিটি বিভাগও ক্ষতিগ্রস্থ। তাই গ্রাউন্ড স্টাফদের জন্য নিজের পকেট থেকে পাঁচ হাজার ডলার অনুদান দিচ্ছেন বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক, এমনটাই নিশ্চিত করেছে ঘনিষ্ঠ একটি সূত্র।

এই উদ্যোগের সঙ্গে সঙ্গে আরো কিছু খবরও আছে বিসিবিকে ঘিরে। যেমন সাবেক ট্রেনার মারিও ভিল্লাভারায়ন এবারের আইপিএল না হওয়ায় আবারো বিসিবি’তে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু নতুন ট্রেনার কুককে নিয়োগ দেয়ায় বিসিবি এ ব্যাপারে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ঈদের ছুটির পর সম্ভবত সিদ্ধান্তটা মারিওকে জানিয়ে দেবে বিসিবি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »