নিউজ ডেস্ক »
করোনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন স্টেডিয়াম।এবার সেই করোনার বিপক্ষে যুদ্ধ করতেই ফের আবার খোলা হচ্ছে স্টেডিয়ামটি। আপাতত বাইশ গজের লড়াই নয়, ইডেন গার্ডেনে লড়াই হবে করোনার বিপক্ষে। এখন থেকে কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার হবে স্টেডিয়ামটি।
কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি ঘোষণা দিয়েছিলেন সরকার চাইলে ইডেন গার্ডেনকে করোনার বিপক্ষে লড়াই করার জন্য ব্যবহার করতে পারে, আর এতে সর্বোচ্চ সমর্থন দিতেও প্রস্তুত তিনি। অবশেষে করোনা যুদ্ধে মহৎ উদ্যেগ নিয়ে আবারো খোলা হলো ইডেন গার্ডেন।
এই ব্যাপারে সিএবির বর্তমান প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, যেসকল করোনা আক্রান্ত রোগীদের এই মুহুর্তে করোনার লক্ষন-উপসর্গ নেই তাদের রাখা হবে এইখানকার আইসোলেশনে।প্রয়োজন পড়লে তাদের পরিবারের সদস্যদের জন্যও কোয়ারেন্টিন ব্যবস্থা করা হবে এখানে।
নিউজক্রিকেট/ইফতি