নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এই সপ্তাহেই ইয়ন মরগান আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দিতে পারেন বলে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে জনপ্রিয় ইংলিশ গণমাধ্যম ‘দ্যা গার্ডিয়ান’। এরপরই এই খবর ছড়িয়ে পড়েছে সব জায়গায়। এমন আলোচনার পর এবার মুখ খুলেছেন ব্রেন্ডন ম্যাককালাম। প্রিয় বন্ধু মরগানকে ‘বিশ্ব ক্রিকেটের একজন প্রভাবশালী চরিত্র’ও বলেছেন ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ।
‘দ্যা গার্ডিয়ানের’ সেই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখনই পরিকল্পনা করবে ইংল্যান্ড। মরগান নেতৃত্ব ছাড়লে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাবেন জস বাটলার অথবা মঈন আলী, এমনটাও লেখা আছে সেই প্রতিবেদনে। মরগানের এমন কঠিন সময়ে তার পাশে দাঁড়ালেন ম্যাককালাম। তার মতে, আধুনিক ক্রিকেটের অন্যতম রুপকার মরগান।
ম্যাককালাম বলেন,”শুধু ইংলিশ ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটেই সবচেয়ে প্রভাবশালী চরিত্রদের একজন হয়ে থাকবে সে। ইংল্যান্ডের অধিনায়কের পদ পেয়ে সে যে পদক্ষেপ নিয়েছে, যেভাবে সবার মানসিকতা বদলে দিয়েছে এবং যে ক্রিকেটটা খেলেছে—সবকিছুর জন্য।বিশ্বজুড়েই এর প্রভাব পড়েছে। সে একটা বিশ্বকাপও জিতেছে এবং এই ছেলেদের একটা দারুণ যাত্রার অংশ করেছে। আপনি যখন জস বাটলার, জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকসদের দেখবেন, তারা আন্তর্জাতিক ক্রিকেটের সুপারস্টার। তারা এমন খেলোয়াড় হতে পেরেছে ইয়ন মরগানের নেতৃত্বের কারণে।”