নিউজ ডেস্ক »
ময়মনসিংহের গফরগাঁও-এ জাতীয় দলের টিম বয় নাসির মিয়া মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাশরাফি বিন মর্তুজার সাহায্যে অসহায় এবং দুঃস্থ মানুষদের ভিতরে ত্রাণ বিতরণের সময় হামলার শিকার হন। এতে নাসির মিয়ার বড় ভাই বাবুল মিয়া গুরুতর আহত হন। এবং প্রায় ৪৫ প্যাকেট ত্রাণ সামগ্রী ছিনিয়ে নিয়ে যায় স্থানীয় প্রভাবশালী মহল।
এ ব্যাপারে সাংবাদিকদের কাছে নিজের ক্ষোভ প্রকাশ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুঠোফোনে মাহমুদুল্লাহ বলেন,’ আমরা যখন এই দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার চেষ্টা করছি, তখন কেউ কেউ আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এতে আমরা হতাশ।’
এসময় পুলিশের কাছে মামলা দায়েরের জন্য গেলে প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে মাশরাফি-রিয়াদের হস্তক্ষেপে মামলা নেয় পুলিশ। এব্যাপারে নাসির মিয়া জানান,’ লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন বিপ্লবের অনুমতি না নিয়ে ত্রাণ দেওয়ায় চেয়ারম্যানের লোক রফিক, আপন, খাইরুল, রুবেল ও রাব্বিসহ ৮-১০ জন আমাদের ওপর হামলা করে ৪৫ প্যাকেট ত্রাণ ছিনিয়ে নিয়ে যায়। পরে ছাগল চুরির অপবাদ দিয়ে আমাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে প্রথমে অভিযোগ নেয়নি পুলিশ। পরে মাশরাফি ও মাহমুদউল্লাহ ভাইয়ের সহযোগিতায় মামলা করেছি।’
বিনা অনুমতিতে ত্রাণ বিতরণ এবং নাসিরের সাথে ছাত্রদল নেতা উপস্থিত থাকায় এ ঘটনা ঘটে বলে জানান লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন বিপ্লব। তিনি বলেন, ‘ওসি কিংবা ইউনিয়ন পরিষদের অনুমতি ছাড়া রাতের আঁধারে ত্রাণ দেওয়া নিষেধ। তাই এমন হট্টগোল হয়েছে। ত্রাণ দেওয়ার সময় ছাত্রদলের এক নেতা নাসিরের সাথে অংশ নেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।’
নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ