মমিনুলও চান সাকিব দলে ফিরুক!

সাকিব শাওন »

নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিন দফা পাকিস্তান সফরের ২ দফা ইতিমধ্যে শেষ হয়েছে নিরাপদেই। আর নিরাপদে দুই দফা শেষ হওয়াই পাকিস্তান সফরের শেষ দফায় দলে মুশফিককে চায় বিসিবি।

মুশফিকের পরিবারের আরেক সদস্য রিয়াদ ছিলেন পাকিস্তান সফরের ২ দফায় এজন্য চাপ টা একটু বেশি পড়ছে মুশফিকের উপর। জিম্বাবুয়ে টেস্টে ভালো করেছে দল। মুশফিক পেয়েছেন ডাবল সেঞ্চুরির দেখা। তাইতো পাকিস্তানের সাথে টেস্টে ও দেখতে চান মুশফিক কে এমনটাই জানিয়েছেন মমিনুল। শুধু মুশফিক ভাই কেই না তিনি অধিনায়ক হিসেবে বাস্তবতা মেনে সাকিব আল হাসানকেও দলে চান।

অধিনায়ক মমিনুল বলেন, “যদিও সেটা সম্ভব নয় তবে মুশফিক ভাই কে আমি পাকিস্তান সফরে চাচ্ছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »