নিউজ ডেস্ক »
নিজের সেরা ফর্মে নেই মঈন আলী। সেরা ছন্দে না থাকার কারণে সাদা বলের ক্রিকেট থেকেও নিয়েছিলেন সাময়িক বিরতি। তবে নিজেকে পুনরায় প্রস্তুত ঘোষণা করায় আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রাথমিক ৩০ সদস্যর দলে। তিনি মাঠে ফিরতে প্রস্তুত থাকলেও লড়াই করে ১৫ সদস্যর দলে যায়গা পান কিনা সেটাই এখন সন্দিহান।
তবে শুরুর টেস্টেই মঈনকে দলে চাইছেন স্টিভ হার্মিসন। সাবেক এই ইংলিশ পেসার মঈনকে ‘ফার্স্ট ইলেভেনে’ দেখতে চান। তরুঙ স্পিনাররা স্কোয়াডে থাকায় বেশ আনন্দিত স্টিভ। এ প্রসঙ্গে হার্মিসন বলেন, ‘মইন আলি ফিরে এসেছে এবং আমার মতে, তার সাউথ্যাম্পটনে খেলা উচিত। যদি আমাকে ৩০ জনের স্কোয়াড থেকে সেরা দল সাজাতে বলা হয়, মইন আলি সেই দলে থাকবে। আমি তাকে খেলাব।’ আগামী ৮ ই জুলাই সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল।
ব্যাটে-বলে গত অ্যাশেজেই সবার নজর কেড়েছেন অলরাউন্ডার জ্যাক লিচ। এই স্পিনারের চোটে দলে জায়গা পাওয়া ডম বেস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকে নিয়েছিলেন পাঁচ উইকেট। তাই ইংল্যান্ডের একাদশে জায়গা পাওয়াটা মোটেই সহজ হচ্ছে না মঈনের। বরং কঠিন লড়াই করতে হবে ১৫ জনের দলে ঢুকতে।
নিউজক্রিকেট/এইচএএম