fbpx

ভয়ে গ্যাবায় টেস্ট খেলতে চাইছে না ভারত: হ্যাডিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

 

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্ট ১৫ জানুয়ারি ব্রিসবেনের গ্যাবায় অনুৃষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে কঠোর স্বাস্থ্যবিধি থাকার কারণে ব্রিসবেনে শেষ টেস্টে খেলতে আপত্তি জানিয়েছে ভারত। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন মনে করেন ভয়ে সেখানে টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলতে চাচ্ছে না ভারতীয়রা।

লম্বা সময় কোয়ারেন্টাইনে থাকার কারণেই ভারতীয় ক্রিকেটাররা বেশ ক্লান্ত। তারা আর কোয়ারেন্টাইনে থাকতে চাচ্ছে না। তবে এই সাবেক অজি ক্রিকেটার এটাও দাবি করেছেন যে ভারত সবকিছু জেনেই অস্ট্রেলিয়ায় এসেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হ্যাডিন বলেছেন,”ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় কেন ভারত গ্যাবায় খেলতে চাচ্ছে না? কারণ গ্যাবায় কেউ জেতে না (অস্ট্রেলিয়া ছাড়া)। সেখানে অস্ট্রেলিয়া সত্যিই ভালো খেলে এবং লম্বা সময় ধরেই সেখানে কেউ অস্ট্রেলিয়াকে হারাতে পারে না। এখানে অনেকগুলো বিষয় আছে একটি ব্যাপার হলো ছেলেরা লম্বা সময় ধরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে তাই তারা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে।”

কুইন্সল্যান্ড সরকার বলছে, ঝুঁকিপূর্ণ এলাকা সিডনি থেকে যাওয়া সবাইকেই থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। হ্যাডিন মনে করেন ভারতের জন্য বিধি নিষেধ শিথিলের কোনো কারণ নেই।

তিনি বলেন,”আপনি কোনোভাবে টেস্ট ম্যাচ সরাতে পারেন না। একটি রাজ্যে কোনো ভাইরাস নেই শুধু কোয়ারেন্টাইনের কারণে। কি হতে পারে এটাই জেনেই আপনি অস্ট্রেলিয়া এসেছেন। আপনি জানেন এখানে অনেক বিধি নিষেধ রয়েছে। আপনি জানেন এটা হতে পারে না (ভারতের জন্য কোয়ারেন্টাইন শিথিল)।”

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »