fbpx

ভেতরের কথা বাইরে কিভাবে আসে জানা নেই সাকিবের

ডেস্ক রিপোর্ট »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন সময়েই কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় নিউজিল্যান্ড সিরিজে খেলবেন না সাকিব আল হাসান। তৃতীয় সন্তান জন্মের মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে এমন সিদ্ধান্তই তাঁর। তবে এখনও অবধি এই বিষয়ে বোর্ডকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই অলরাউন্ডার।

 

প্রকাশিত এই খবরের পর এবার বিষয়টি নিজেই খোলাসা করেছেন সাকিব। জানিয়েছেন, এখনও কোনো কিছুই নিশ্চিত নয়। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

সেই এই বিষয়ে টিম ম্যানেজম্যান্টের সঙ্গে একান্তভাবে আলাপ করবেন সাকিব। তবে ভেতরের কথা কিভাবে বাইরে আসে এই বিষয় জানা নেই তাঁর। আপাতত এই সিরিজেই পূর্ণ মনোযোগ বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

 

সাকিব বলেন,”দেখুন এ বিষয়টা নিয়ে টেস্ট সিরিজের পরেই ভালোভাবে বোঝা যাবে। এগুলো আসলে ভেতরের কথা, বাইরে কিভাবে এতো আসে সেটাও আমি জানি না। এগুলো আসলে টিম ম্যানেজম্যান্ট এবং আমার যখন একান্ত কথা হবে, তখনই বোঝা যাবে।”

 

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই বাজিমাত করেছেন সাকিব। ব্যাট-বলে ভালো পারফর্ম করে হয়েছেন সিরিজ সেরা। তবে শেষ ওয়ানডেতে কুঁচকিতে চোট পাওয়ায় পুরো সময় মাঠে থাকতে পারেননি সাকিব। যা নিয়ে একটু হলেও আফসোস করছেন তিনি।

 

সাকিব বলেন,”যেভাবে সিরিজটা গেল, খুবই খুশি। শেষ ম্যাচে পুরোটা সময় মাঠে থাকতে পারলে আরও ভাল লাগত। এটাই একটা হতাশার অংশ পুরো সিরিজে। ওভারল ব্যাটিং-বোলিং মিলিয়ে খুশি।”

 •  
 •  
 •  
 • 0
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »