নিউজ ডেস্ক »
২০ ওভারের ক্রিকেট মানেই বল ব্যাটের ঝড়। বর্তমান সময়ে দিন যতই ঘণিভূত হচ্ছে ক্রিকেট ততই ব্যাটসম্যান সহায়ক হচ্ছে। টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে ক্রিকেট ৩০-৪০ বলের মাঝে ব্যাটসম্যানদের সেঞ্চুরি করতে দেখা গেলেও টেস্ট ক্রিকেটে এখনো এটা বিরল।
টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক ব্রেন্ডন ম্যাককালামের। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন সাবেক এই কিউই ব্যাটসম্যান। তবে এবি ডি ভিলিয়ার্স যখন আক্রমণাত্বক মেজাজে থাকেন, তখন ৫ ওভারেই সেঞ্চুরি করতে পারেন বলে মনে করেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।
দীর্ঘদিন ধরেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে টেস্ট র্যাঙ্কিংয়ে রাজত্ব করছেন ডানহাতি এই পেসার। টেস্ট ক্রিকেটে রীতিমতো ব্যাটসম্যানদের নাকের পানি চোখের পানি এক করে তুলতে পারেন তিনি। সম্প্রতি নিজের সবচেয়ে কঠিন ব্যাটসম্যানের নাম জানিয়েছেন তিনি। যেখানে সবার উপরে তিনি রেখেছেন ডি ভিলিয়ার্সকে।
এ প্রসঙ্গে কামিন্স বলেন,”এটা বলতেই হবে যে, আমি যাদেরকে বল করেছি, তাদের মধ্যে এবি ডি ভিলিয়ার্স সবচেয়ে কঠিন ব্যাটসম্যান। বিশেষ করে ২০১৮ সালের টেস্ট সিরিজে। সে অন্য জাতের ব্যাটসম্রান। মনে হতো, যে কোনো সময় সে টি-টোয়েন্টির ঘরানায় ব্যাটিং শুরু করতে পারে এবং লোয়ার অর্ডারদের সঙ্গে সে যখন ব্যাট করে, আমার মনে হয়, সে ৫ ওভারের মধ্যেই সেঞ্চুরি করে ফেলতে পারে। তাই তাকেই কঠিনতম ব্যাটসম্যান বলতে হবে।’’
মন্তব্যসমূহ »
possibol hart hider batsman.