নিউজ ডেস্ক »
‘আমি সামগ্রিকভাবে মনে করি, ভিরাট কোহলি তার ক্যারিয়ার শেষে ওডিয়াইতে সর্বকালের সেরা খেলোয়াড় হবে যদি সে এখন তা নয়।’- সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই বলছেন অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের ওডিয়াই অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি সর্বকালের সেরা হওয়ার দৌড়ে বাজির রেসের ঘোড়ার মত ছুটছেন। একের পর এক রেকর্ড ভাঙছেন, নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। আর তাই তো ক্রিকেট বিশেষজ্ঞ, অনুরাগী সবার বিশ্বাস কোহলি যখন থামবেন তখন নিজেকে সর্বকালের সেরা ক্রিকেটারের জায়গায় রেখে যাবেন।
ভিরাট ইতোমধ্যেই ৪৩টি ওডিয়াই সেঞ্চুরি করে ফেলেছেন। তার সামনে শুধু রয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার ৪৯ টি সেঞ্চুরি নিয়ে। ভিরাট ফর্ম এবং ফিটনেস তাতে সেঞ্চুরিতে শচীনকে ছাড়িয়ে এখন সময়ের ব্যাপার মাত্র।
কোহলি সম্মন্ধে অ্যারন ফিঞ্চ বলেন, ‘আমি মনে করি ভিরাট কোহলি সর্বকালের সেরা ওডিয়াই খেলোয়াড় হবেন তার ক্যারিয়ার শেষে। দীর্ঘসময় তার বিপক্ষে খেলা খুবই কঠিন কিন্তু এটা দারুণ ব্যাপার। এটা দারুণ ব্যাপার এমন একজনের বিপক্ষে খেলা যিনি সেরাদের সেরা।’
নিউজক্রিকেট/এমএস