ভিডিও এনালাইসিসে বাংলাদেশের বাঘিনীদের বিশ্বকাপের প্রস্তুতি!

মোহাম্মদ সোহেল »

বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন অবস্থান করছে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ সাফল্য পেতে অধিনায়ক সালমা খাতুনের নেতৃত্বে। আজ ২৭ শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)  বাংলার নারী ক্রিকেট দল তাদের বিশ্বকাপ মিশনের  ২য় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন, শক্তিশালী  অস্ট্রেলিয়ার। নিজেদের ১ম ম্যাচে আরেক জায়ান্ট ভারতের বিপক্ষে লড়াই করে ১৮ রানে হেরেছে।

২০০৭ এর জুলাই থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এখন পর্যন্ত  অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পায়নি। বড় দলগুলোর সাথে খেলা মানেই নিজেদের শক্তিমত্তা সম্পর্কে অবগত হওয়া যায়। তাদের বিপক্ষে কিভাবে খেলা উচিৎ সেই ধারণা পাওয়া যায়।যত বেশি বড় দলের সাথে খেলা হয় তত ভাল করে তাদের বিপক্ষে খেলার জন্য নিজেদের প্রস্তুত করা যায়। যার ফল পাচ্ছে সর্বস্তরের বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।  কিন্তু সেই সুযোগ না পাওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রস্তুতি ভিডিও ফুটেজেই সারতে হচ্ছে যা নিজেদের সর্বোচ্চ প্রস্তুতিতে কিছুটা হলেও ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে।

প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনে বাংলার বাঘিনীদের পক্ষ থেকে এসেছিলেন পেইস আক্রমণের নেতৃত্বে থাকা,  দলের অন্যতম কান্ডারি জাহানারা আলম। অস্ট্রেলিয়ায় কেমন উপভোগ করছে তারা তা জানতে চাইলে তিনি বলেন, “আমরা এখানে উপভোগ করছি। টুর্নামেন্ট শুরুর আগে আমরা এখানে আগেভাগেই এসেছিলাম কন্ডিশনিং ক্যাম্পের জন্য। কিন্তু বৃষ্টি তথা আবহাওয়ার জন্য মাত্র ৩ দিন আমরা অনুশীলন করতে পারি। যদিও আমি মনে করি প্রত্যেক দলই একই অসুবিধার সম্মুখিন হয়েছে। আমরা উপভোগ করছি এখানে। পরিবেশ ভালো, দারুণ জায়গা।’’

অজিদের বিপক্ষে তাদের দলের চিন্তাভাবনা ও প্রস্তুতি, জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী তারা সে সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, “অবশ্যই আমরা জেতার জন্য নামব, যদিও শুধু  ভিডিও দেখেই প্রস্তুতি নিতে হয়েছে, তবে আমরা
আমাদের শক্তির জায়গা গুলো ঠিকভাবে কাজে লাগানোর জন্য মুখিয়ে আছি, নিজেদের উপর আস্তা আছে আমাদের।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »