নিজস্ব প্রতিবেদক »
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার রাকিবুল হাসান। নিজের কিপ্টে বোলিংয়ে নজর কাড়েন বেশ। অনেকেই সাকিব-রাজ্জাকদের প্রতিচ্ছবিও দেখতে পান এই বাঁহাতি স্পিনারের মধ্যে। বর্তমানে খেলাধুলা বন্ধ থাকায় বাড়িতেই সময় পার করছেন এই বাঁহাতি। তবে লক্ষ্য আছে সামনে যে টুর্নামেন্ট হোক ভালো করে সামনে এগিয়ে যাওয়ার।
সম্প্রতি জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল “নিউজ ক্রিকেট ২৪” এর সাথে এক লাইভ আড্ডায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন রাকিবুল। ছোট ছোট পরিকল্পনা নিয়ে আগানোর চেষ্টা করেন তিনি৷ রাকিবুল বলেন, ‘আমি আসলে ছোট পরিকল্পনা নিয়ে আগানো পছন্দ করি। অনূর্ধ্ব-১৯ এ প্রমাণ করেছি আমরা ভালো। এখন পরবর্তী ধাপে সুযোগ পাওয়ার জন্য ভালো সুযোগ ছিলো প্রিমিয়ার লীগ। কিন্তু এই মুহুর্তে দেশ বা পৃথিবী যে অবস্থায় আছে সব কিছুই বন্ধ আছে। এখন একটা দিকেই লক্ষ্য মাঠে ক্রিকেট ফিরলে যে টুর্নামেন্ট হয় সেখানেই ভালো করার চেষ্টা করবো।’
কোভিড-১৯ এর এই দুঃসময়ে ঘর থেকে বেরিয়ে বেশিদূর যাওয়ার সুযোগ নেই। তবে ঘরে এবং বাড়ির পাশের মাঠেই ফিটনেস এবং হালকা স্কিল ট্রেনিং করে নিজেকে প্রস্তুত রাখছেন রাকিবুল। রাকিবুলের ভাষায়, ‘ফিটনেসের কাজগুলো ঘরে বসে যতটুকু সম্ভব করার চেষ্টা করতেছি। পাশে যে মাঠ আছে সেখানে ফজরের সময় যাই এবং ফিটনেসের কাজগুলো করতেছি। টুকটাক স্কিলের কাজগুলো করতেছি যেন ক্রিকেট শুরু হলে দ্রুত ক্রিকেটে ফিরতে পারি৷’
এসময় ভক্তদের উদ্দেশ্য মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সম্পূর্ণ সুরক্ষার সাথে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেছেন। সরকারি নির্দেশনা মেনে শারীরিক দূরত্ব বজায় রাখার কথাও বলেছেন এই বাঁহাতি স্পিনার।
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ