ভারত নাকি নিউজিল্যান্ড?

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রোববার (৯ মার্চ) মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর তিনটায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ভারত এবং নিউজিল্যান্ড। নিজেদের সেরা পারফরমেন্স দেখিয়ে যোগ্য দল হিসাবেই ফাইনালে এসেছে দুদল। তাই চ্যাম্পিয়নের মুকুট মাথায় নিয়েই দেশে ফিরতে চাইবেন রোহিত শর্মা এবং মিচেল স্যান্টনার।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে ফাইনালে উঠেছে ভারত। গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল, কোনো ম্যাচেই হারের স্বাদ পায়নি রোহিত শর্মার দল। তাই ফাইনাল জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য মেন ইন ব্লু শিবিরের।

প্রতি ম্যাচেই ভারতকে বড় স্কোরের ভিত গড়ে দিয়েছেন ভিরাট কোহলি, শুভমান গিল শ্রেয়াস আইয়াররা। আর শেষদিকে দ্রুত রান তোলার দায়িত্বটা বেশ ভালোই সামলেছেন কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়া। ফাইনালেও কিউই বোলারদের বিপদে ফেলতে ব্যাটারদের নিয়েই ছক কষছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

শক্তিশালী বোলিং লাইনআপ শিরোপা রেসে বেশ খানিকটা এগিয়ে রাখবে ভারতকে। নিজের দিনে কিউইদের একাই গুড়িয়ে দেয়ার সামর্থ্য রাখেন ভারতের পেইস ব্যাটারি খ্যাত মোহাম্মদ শামি। তবে দুবাইয়ের স্পিন উইকেটে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন দুর্দান্ত ফর্মে থাকা বরুন চক্রবর্তী, আকসার প্যাটেল, কুলদ্বীপ যাদবরা।

অন্যদিকে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে শিরোপার মঞ্চে নামার অপেক্ষায় মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড। ব্যাটে রীতিমতো রানের ফোয়ারা ছোটাচ্ছেন তরুণ রাচীন রবীন্দ্র। আসরে দুটি সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। পাশাপাশি অভিজ্ঞ কেন উইলিয়ামসন, টস লাথামরা নিজেদের দিনে খুন করতে পারেন যেকোনো বোলিং লাইনআপ। তবে ভারতের শক্তিশালী স্পিন আক্রমণের সামনে তারা কতোটা সাবলীল ব্যাটি চঅরাতে পারেন সেটাও দেখার বিষয়।

কিউইদের অণ্যতম শক্তি পেইস আক্রমণে। তবে ইনজুরির কারণে ফাইনালে খেলা নিয়ে শঙ্কায় আছেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ম্যাট হেনরি। শুক্রবার অনুশীলনে ফেরায় তাকে পাওয়ার আশা করছে নিউজিল্যান্ড। পাশাপাশি তরুণ উইল ও’রুরকি, কাইল জেমিসনরাও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ভারতের জন্য। তবে ভারতের চেয়ে স্পিন আক্রমণে বেশ পিছিয়ে থাকবে নিউজিল্যান্ড। একমাত্র মিচেল স্যান্টনার ছাড়া ভালো কোনো স্পিনার নেই কিউইদের। তাকে সঙ্গ দেবেন পার্টটাইমার মিচেল ব্রেসওয়েল।

২০০০ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিলো নিউজিল্যান্ড। এবারও ইতিহাসের পুনরাবৃত্তি হবে নাকি সবশেষ আসরে ফাইনাল হারের যন্ত্রণা ভুলবে ভারত, ট্রফি হাতে শিরোপা উৎসবে মাতবে ওয়েলিংটন নাকি দিল্লি, সব উত্তর জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »