নিউজ ডেস্ক »
সম্প্রতি সময়ে খবর প্রকাশ হয়েছিল ভারত আইসিসির মাঝে দ্বন্দ চলছে। পাওনা কড় বুঝে না পাওয়ার কারণে ভারত থেকে বিশ্বকাপ উঠিয়ে নেয়ার মত খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। ফাঁস হয়েছিলো ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিয়াই ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির মাঝের কিছু ই-মেইল। আর এই ই-মেইল ফাঁস হওয়ার বিষয়ে ভারতকে সন্দেহ করছে আইসিসি।
গত বৃহস্পতিবায় বোর্ড সভা ডেকেছিলো আইসিসি। সে বোর্ড মিটিংয়ে ধারণা করা হয়েছিলো ২০২০ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত আসবে। কিন্তু তা হয়নি, ঝুলিয়ে রাখা রয়েছে আগামী ১০ জুন পর্যন্ত। সে সভায় বিশ্বকাপ নিয়ে আলোচনা না হয়ে আলোচনা হয়েছিলো তথ্য ফাঁস নিয়ে।
আইসিসির সাথে বিভিন্ন বোর্ডের ই-মেইলে হওয়া আলোচনা ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আর এই তথ্য গোপনীয়তা রাখতেই সভা ডেকেছিলো আইসিসি। এই ব্যাপারে খোঁজ নিতে আইসিসি গঠন করেছে একটি তদন্ত কমিটি।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের মাঝের আলোচনার গোপনীয়তা রক্ষা হচ্ছেনা বলে সদস্য বোর্ড গুলো উদ্বেগ প্রকাশ করছে। আর এই ব্যাপারে তদন্ত করতে আইসিসির নীতিশাস্ত্র অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।’
তবে এই ব্যাপারে আইসিসি সন্দেহ করছে ভারতকে। কারণ ফাঁস হওয়া সব তথ্য প্রথম প্রকাশিত হয়েছে ভারতের গণমাধ্যম থেকে। ফাঁস হওয়া ই-মেইল গুলো ছিলো বিসিসিয়াই ও আইসিসির মাঝের।
বাংলাদেশ সময়ঃ ৯:১৫ পিএম
নিউজক্রিকেট/আরআর