নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুসারে, ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ধর্মশালায়। তবে সেই ম্যাচটি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি হবে ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই তথ্য জানিয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)।
সোমবার বিসিসিআই জানিয়েছিল, ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ আর ধর্মশালায় অনুষ্ঠিত হবে না। ১ থেকে ৫ মার্চ অনুষ্ঠিত এই ম্যাচটি ধর্মশালা থেকে ইন্দোরে স্থানান্তরিত করা হয়েছে।
বিসিসিআই সূত্রে জানা গেছে, হিমাচল প্রদেশে খারাপ আবহাওয়ার কারণে মাঠে ঠিকমতো ঘাস আসেনি এবং পুরোপুরি আসতে সময় লাগবে। যে কারণে এবার ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্দোরে।
সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ধর্মশালায় আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেই সময়ে এই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আবারও এই মাঠে আন্তর্জাতিক ম্যচ ফেরার কথা ছিল।
এস.আর/নিউজক্রিকেট২৪