নিউজ ডেস্ক »
করোনাভাইরাসের কারণে ৩ দফায় লকডাউন বাড়িয়েছে ভারত সরকার। আগামী ৩১শে মে অব্দি লকডাউন বাড়িয়েছে তারা। তবে এইবারের লকডাউনে কিছুটা স্বস্তি মিলছে। শর্ত জুড়ে দিয়ে খুলা হচ্ছে স্টেডিয়াম। তবে এখনো শঙ্কায় আছে আইপিএল।
করোনা সংক্রমণ ঠেকাতে আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে ভারতে। তবে এই লকডাউনে কিছু বিষয়ে শিথিল আনা হচ্ছে। তার মধ্য অন্যতম খেলাধুলার স্টেডিয়াম গুলো খুলে দেয়া। ভারত সরকার বিধিনিষেধ দিয়ে একটি তালিকা করে দিয়েছে। যে তালিকায় বলা হয়েছে, ‘ স্পোর্টস স্টেডিয়াম আর কমপ্লেক্স গুলো খুলে দেয়া হবে। কিন্তু তা কিছু শর্ত অনুযায়ী। মাঠের মধ্যে কোনো দর্শক থাকতে পারবেনা। করা যাবেনা কোনো রকমের ভীড়।’
ভারত সরকারের এই নীতিমালাকে স্বাগতম জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিবই। তবে এখনো আইপিএল নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে চায়না তারা। এখন শুধু স্টেডিয়ামেই খুলে দেয়া হয়েছে। কিন্তু আরো অনেক বিষয় আছে যা নিয়ে ভাবতে হবে। বিশেষ করে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টি।
ক্রিকইনফোকে আইপিএলের ব্যাপারে বিসিসিআইয়ের অরুণ ধুমাল বলেন, ‘আমরা এখনো কিছু বলতে পারছিনা। ক্রিকেট সূচি থেকে বড় একটি উইন্ডো বের করতে হবে আমাদের নতুন করে করতে হবে সব৷ তাছাড়া ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারটিও তুলে নিতে হবে যাতে করে বিদেশিরা খেলতে পারেন।’
বাংলাদেশ সময়ঃ ১:৪৫ পিএম
নিউজক্রিকেট/আরআর