নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিততে চায় দক্ষিণ আফ্রিকা। আসন্ন এই ওয়ানডে সিরিজ জয়ের মাধ্যমে প্রোটিয়াদের মানসিকভাবে এগিয়ে নেবে- এমনটাই বিশ্বাস অধিনায়ক টেম্বা বাভুমার।
এর আগে ২০১৮ সালে শেষবার দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলেছিল ভারত। ছয় ম্যাচের সেই সিরিজটি ৫-১ ব্যবধানে জিতেছিল বিরাট কোহলির দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেটিই ছিল ভারতের প্রথম ওয়ানডে সিরিজ জয়।
যদিও অতীত সেসব ইতিহাসকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না বাভুমা। প্রোটিয়াদের ওয়ানডে অধিনায়ক নিজেদের পরিকল্পনা কাজে লাগানোর দিকেই নজর রাখছেন বেশি।
বাভুমা বলেন,”ওয়ানডে সিরিজের আগে আমাদের বেশ কিছু জিনিস গুছিয়ে নিতে হবে। ২০১৮ সালের সিরিজে কী হয়েছে সেটা নিয়ে আমি উদ্বিগ্ন নই। আমি আমাদের নিজস্ব খেলার ধরন নিয়ে ও আমাদের পরিকল্পনা কাজে লাগানোর ব্যাপারে বেশি সচেতন। ভারতের বিপক্ষে সিরিজ জয় আমাদের অনেক আত্মবিশ্বাস যোগাবে। আমরা আমাদের মোমেন্টাম ফিরে পাব।”
১৯ জানুয়ারি বোল্যান্ড পার্কে শুরু হবে দক্ষিন আফ্রিকা ও ভারতের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে যথাক্রমে ২১ ও ২৩ জানুয়ারি।