ভারতের সাথে ‘গোলাপি বলের টেস্ট’ খেলতে চান স্টার্ক

নিউজ ডেস্ক »

চলতি বছরের শেষের দিকে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর কথা রয়েছে। সেই সিরিজে গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলতে আগ্রহী অস্ট্রেলিয়ার দুর্দান্ত ফাস্ট বোলার মিচেল স্টার্ক। 

করোনা ভাইরাসের সংক্রমণে গত মার্চ থেকে ক্রিকেট বন্ধ থাকলেও সম্প্রতি ক্রিকেট মাঠে ফিরেছে, আর তাতে ভারতের সাথে সিরিজটি নিয়ে বেশ আশাবাদী স্টার্ক।

স্টার্ক এক ভিডিও বার্তায় বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি, ভারতের বিপক্ষে সিরিজ খেলা অসাধারণ ব্যাপার। ভক্তরা এটা ভালবাসে। এটা ভিন্ন দৃশ্যরুপ তৈরি করে, ব্যাট বলে দারুণ লড়াই হয়।’

‘ভারত তাদের মাঠিতে গোলাপি বলের টেস্ট খেলছে। বিদেশে এখনো খেলেনি। ঘরের মাঠে গোলাপী বল নিয়ে আমাদের দুর্দান্ত রেকর্ড রয়েছে, আমি মনে করি ভারতের বিপক্ষে গোলাপী বলের টেস্ট খেলা দারুণ হবে এবং আমি যা শুনেছি তার সাথে ভারতও একমত হতে পারে’ – সাথে যোগ করেন স্টার্ক

গত ২০১৮-১৯ মৌসুমে ভারত প্রথমবারের মত অস্ট্রেলিয়ার ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতেছিল পুজারার দুর্দান্ত ব্যাটিংয়ে।

বাংলাদেশ সময়ঃ ১:০০ পিএম

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »