https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
বিশ্বকাপ আসরে প্রতিটি দলই তাদের সেরা স্কোয়াড সাজাতে ব্যস্ত থাকে। কোনো দল তরুণদের প্রাধান্য দিলেও অভিজ্ঞদের সংখ্যাটাই থাকে বেশি। কেননা বিশ্বকাপের মত বড় মঞ্চে স্নায়ু চাপ সামাল দেয়া কষ্ট হতে পারে অনেক নতুন ক্রিকেটারদের। এমন ধারণা থেকেই এই পথে হেঁটেছে ভারত।
ভারতের বিশ্বকাপ স্কোয়াডেও রয়েছে অভিজ্ঞদের ছড়াছড়ি। উইকেটরক্ষক হিসেবে ধোনির পাশপাশি রয়েছেন দীনেশ কার্তিক। অন্যদিকে আলোচিত ঋষভ পান্ত রয়েছেন ১৫ সদস্যের বাইরে। আর এতে হতাশা প্রকাশ করেছেন সাবেক ভারতীয় সুনিল গাভাস্কার। এবার ভারতের স্কোয়াড নিয়ে সমালোচনায় মেতেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন।
ভারতের এমন সিদ্ধান্ত নিয়ে মাইকেল ভন তাঁর টুইটারে লিখেন, ‘বিশ্বকাপের স্কোয়াডে ঋষব পান্ট নেই। ভারত এই সিদ্ধান্তে পাগলের পরিচয় দিলো।’
No @RishabPant777 in the World Cup Squad … India must be bonkers !!!!!
— Michael Vaughan (@MichaelVaughan) April 15, 2019