নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড। একই সাথে দ্বিতীয় টেস্টেও এই পেসারকে নিয়ে শঙ্কা রয়েছে। বাম পায়ের গোড়ালিতে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন এ অজি পেসার।
আগামী ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া। এছাড়া সিরিজের দ্বিতীয় টেস্ট ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে অনুষ্ঠিত হবে।
গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টের সময়ে চোট পান হ্যাজেলউড। বাঁ-পায়ের অ্যাকিলিসের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। যার ফলে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তাকে পাচ্ছে না অজিরা। তবে তার বদলে মাঠে নামতে পারেন স্কট বোল্যান্ড। এতে প্রথমবারের মতো দেশের বাইরে টেস্ট খেলার সুযোগ পাবেন তিনি।
শুধু প্রথম ম্যাচ নয় দ্বিতীয় টেস্টেও হ্যাজেলউডকে নিয়ে শঙ্কা রয়েছে। সিরিজের শুরুতে অস্ট্রেলিয়া মিচেল স্টার্ককে দলে পাবে না। এরপরে হ্যাজেলউডও ছিটকে গেলেন। এতে ঘরের মাঠে নিশ্চিতভাবেই বাড়তি সুবিধা পাবে ভারত।
অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ৬টি টেস্ট খেলেছেন বোল্যান্ড। ৬টি টেস্টেই ঘরের মাঠে খেলেছেন তিনি।
এস.আর/নিউজক্রিকেট২৪