ভারতের বিপক্ষে জিততে নারীদের প্রয়োজন ১৪৩ রান

সাকিব শাওন »

অস্টেলিয়ার পার্থে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশ নারী দলের অধিনায়ক বোলিং করার সিধান্ত গ্রহণ করেন। শুরুতেই ভারতের ওপেনিং আঘাত হানেন দলীয় অধিনায়ক সালমা খাতুন। ভারতীয় ওপেনার ভাটিয়া কে ২ রানে সাজঘরে পাঠান এই বোলার।

এরপর শেফালী বর্মার সাথে বড় রানের পার্টনারশিপ তৈরী করেন রদ্রিগেজ। দলীয় ৫৩ রানে তাঁদের জুটি ভাঙ্গেন পান্না ঘোষ। সেফালী বর্মা করেন ১৭ বলে ৩৯ রান। এরপর রদ্রিগেজ ৩৪ করে আউট হলে বিপাকে পড়ে ভারতে।

তারপর ১১৩ রানেই ৬ উইকেট হারিয়ে বসে তাঁরা। এরপর বাকি ওভারগুলো দেখেশুনে খেলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে সক্ষম হয় ভারত।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্ছ ২ উইকেট করে নেন সালমা খাতুন এবং পান্না ঘোষ। বাংলাদেশের লক্ষ্য ১২০ বলে ১৪৩ রান সংগ্রহ করা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »