নিউজ ডেস্ক »
চলতি বছরের শেষ দিকে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় সফর করার কথা ভারতের। তবে কোভিড-১৯ মহামারীর কারণে সফরটি নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস মনে করেন, সিরিজটি সঠিক সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই প্রখর, তা একেবারে দশে নয়।
অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড( সিএ) বর্তমানে মারাত্মক আর্থিক সংকটে আছে, তাই তারা যেভাবেই হোক ভারতের সাথে সিরিজটি আয়োজনে মরিয়া। সিরিজটি মাঠে গড়ালে সম্প্রচার স্বত্ব থেকে সিএ’র ৩০০ মিলিয়ন ডলার আয় হবে যা করোনা মহামারীর কারণে হওয়া ক্ষতি কিছুটা পুষিয়ে নিবে। চলতি বছরের নভেম্বরে সিরিজটি শুরু হয়ে চলবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত।
এই প্রসঙ্গে মিঃ রবার্টস বলেন, ‘আজকের বিশ্বে এমন কোন নিশ্চয়তা নেই যে আমি দশে দশ বলতে পারি। আমি সিরিজটি আয়োজনের সম্ভাবনা দেখছি দশে নয়।’
‘বর্তমান কঠিন সময়ে কেউ বলতে পারেনা মাঠে দর্শক থাকবে কি না। তবে যদি আমরা সিরিজটি আয়োজন করতে না পারি তবে আমি খুব হতাশ হবো’ – সাথে যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১১:২৫ পিএম
নিউজক্রিকেট/এমএস