ভারতীয় রাজনীতিতে ক্রিস গেইল!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

ভারতে আসন্ন জাতীয় নির্বাচনের হাওয়া বইছে পুরো ভারত জুড়ে। নির্বাচনের কারণে আইপিএল অন্য দেশে আয়োজন করার কথাও ছিল। যদিও সার্বিক দিক বিবেচনা করে সেখান থেকে সরে আসে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আইপিএলের প্রতি আসরেই অংশ নিয়ে তাহকে বিশ্বের সব তারকা ক্রিকেটাররা। বিপরীত নয় চলমান ১২তম আসরেও। ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল এই আসরে অংশ নিচ্ছেন কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সি গায়ে। তবে কেমন হবে যদি শোনেন ভারতীয় রাজনৈতিক দল বিজেপির হয়ে রাজনীতিতে অংশ নিচ্ছেন গেইল!
https://twitter.com/parira_kunal/status/989742534959054848/photo/1

বাস্তবতা হল, সম্প্রতি ক্রিস গেইলের অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যেখানে দেখা যায় গেইল ভারতীয় জনতা পার্টির প্রতীকি গেরো রং এর জামা পরে ছবি তুলেছেন। গলায় আছে দলটির প্রতীকসহ এক বন্ধনী। কপালে গেরো রংয়ের তিলক। যা দেখে খুব সহজেই বুঝা যায় ক্রিস গেইল বিজেপির এক বড় রাজনৈতিক নেতা। তাছাড়া গেইলের গলায় থাকা মাফলারেও দেখা যায় বিজেপির প্রতিক।
https://twitter.com/MrutyunjayNJ/status/984054653263360001/photo/1

এদিকে এসব ছবি সম্পূর্ণ ফটোশপ দিয়ে এডিত করা তা আর বুঝতে বাকি থাকে না কারোরই। আসল ছবিও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে থাকলে রহস্যের জট খুলে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »