ভারতীয় নারী ক্রিকেটারের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক »

ভারতীয় নারী ক্রিকেটারের আত্মহত্যায় ত্রিপুরা রাজ্যে ক্রিকেটে নেমেছে শোকের ছায়া। ত্রিপুরা রাজ্যের অনূর্ধ্ব-১৬ দলের নারী ক্রিকেটার আয়ান্তি রিয়াংয়ের বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি, তদন্ত চলছে।

আয়ান্তি নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে বড় স্বপ্ন দেখেছিলেন। অনেক পরিশ্রমও করতেন। নিজের ক্যারিয়ার নিয়ে ছিলেন বেশ সচেতন। সে ব্যাপারেই ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি তিমির চন্দ্র এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যেও অনলাইনের মাধ্যমে নিজের ফিটনেস নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ ছিল আয়ান্তির।

তিনি বলেন, ‘ব্যাপারটা খুবই মর্মান্তিক। আমরা খুবই মর্মাহত তার মৃত্যুতে। আয়ান্তি দারুণ একজন ক্রিকেটার ছিলেন। এই লকডাউনের ভেতরও সে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত থেকে কাজ করছিল তার ফিটনেস নিয়ে।’

ভারতের ত্রিপুরা রাজ্যের তাইনানি গ্রামের বাড়িতে আয়ান্তির ঝুলন্ত লাশ পায় পুলিশ। আয়ান্তি গতবছর অনূর্ধ্ব -১৯ দলের হয়ে সুযোগ পেয়েছিলেন। একই বছর অনূর্ধ্ব-২৩ এর দলের হয়েও টি-২০ খেলেন তিনি।

সম্প্রতি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীর বায়োপিকে অভিনয় করা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে পুরো ভারত জুড়েই নেমে এসেছে শোকের ছায়া এছাড়া করোনা পরিস্থিতিও দিন দিন ভয়াবহ হয়ে উঠছে ভারতে। রাজনৈতিক দ্বন্দ্ব সব মিলিয়ে ভালো অবস্থানে নেই ভারত।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »