নিউজ ডেস্ক »
বিশ্বের সব চেয়ে জমকালো ক্রিকেট লিগ ইন্ডিয়া প্রিমিয়ার লিগ( আইপিএল)। বিশ্বের বড় বড় ক্রিকেটরা প্রতি বছর ভারতে এসে এই লিগ খেলে যায়৷ কিন্তু ভারতীয় ক্রিকেটের আওতাধীন ক্রিকেটাররা নিজেদের আইপিএল বাধে অন্য কোনো দেশের লীগ খেলার অনুমতি পাননা। বিসিসিয়াইয়ের এই নিয়মকে পাল্টানো উচিত বলে মনে করেন সুরেশ রায়না।
ক্রিকেটের এখন প্রায় সব টেষ্ট খেলুড়ে দেশের নিজেদের লীগ আয়োজন করে থাকে প্রতিবছর। সেখানে উল্লেখযোগ্য অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, উইন্ডিসের সিপিএল, পাকিস্তানের পিএসএল ও বাংলাদেশের বিপিএল। সে সব টুর্নামেন্ট গুলোতে ভারতীয় ক্রিকেটার ছাড়া সব দেশের খেলোয়াড়রা খেলতে যান। বিসিসিয়াইয়ের অনুমতি না থাকায় ভারতীয়রা এইসব টুর্নামেন্ট খেলতে পারেননা। আর বিসিসিয়াইয়ের এই মনোভাব পছন্দ না ভারতের ক্রিকেটার সুরেশ রায়নার।
সম্প্রতি সুরেশ রায়না ইরফান পাঠানের সাথে লাইভে আসেন আড্ডা দিতে। সেখানে তিনি বিসিসিয়াইয়ের কাছে বিদেশি লীগ খেলার অনুমতি চেয়ে আর্জি জানিয়েছেন।
রায়না বলেন, ‘বিসিসিআই যদি ফ্র্যাঞ্চায়জি লীগের বোর্ডগুলোর সাথে চুক্তি করতো ভারতীয় ক্রিকেটারদের খেলার ব্যাপারে তাহলে সেটি ভালো হত আমাদের জন্য। আমাদের অন্তত ২টি লীগ খেলার অনুমতি দেয়া হক। আমরা বিদেশি টুর্নামেন্ট গুলোতে ভালো করতে পারলে আমাদেরি লাভ। অনেক ক্রিকেটার এইসব লীগে ভালো খেলে জাতীয় দলে ফরে আসে।’
ইরফান পাঠান রায়নার কথার জবাবে বিসিসিআইয়ের সমালোচনা করে বলেন, ‘বিসিসিআইয়ের উচিত যাদের জাতীয় দলের বিবেচনায় রাখবেনা তাদের অন্তত বিদেশি লীগ গুলো খেলতে দেয়া উচিত। বিভিন্ন দেশের নিয়ম বিভিন্ন রকম। অস্ট্রেলিয়ার মাইক হাসির ২৯ বছরে জাতীয় দলের অভিষেক হয়েছিল। সেটা এদেশে সম্ভব না। ৩০ পার হওয়া ক্রিকেটারদের বাইরের দেশের লীগ খেলার অনুমতি দেয়া উচিত।’
বাংলাদেশ সময়ঃ ৩:৫০ পিএম
নিউজক্রিকেট/আরআর