ভারতীয় টেস্ট দলে হার্দিক পান্ডিয়ার অন্তর্ভুক্তি হবে আশীর্বাদস্বরুপঃ ইয়ান চ্যাপেল

নিউজ ডেস্ক »

অস্ট্রেলিয়ার সাবেক মহান ক্রিকেটার ইয়ান চ্যাপেল মনে করেন, সামনের অস্ট্রেলিয়া সিরিজে টেস্ট দলে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে অন্তর্ভুক্ত করা উচিত যা অতিরিক্ত বোলিং শক্তি হিসেবে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

২০১৮ সাল থেকে টেস্ট দলের বাইরে হার্দিক এবং সম্প্রতি বড় ধরনের পিঠের ইনজুরি থেকে সেরে উঠেছে সে। চলতি বছরের অক্টোবরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। সফরে রয়েছে ৪ ম্যাচের টেস্ট সিরিজ।

‘পান্ডিয়ার দলে থাকা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। সে ভারতের একজন অতিরিক্ত বোলিং অপশন হিসেবে কাজ চালিয়ে যেতে পারবে যখন দলের শীর্ষ বোলারদের বিশ্রামের প্রয়োজন হবে।’ ক্রিকইনফোর কলামে এসব তুলে ধরেন ইয়ান চ্যাপেল।

‘এসসিজি টেস্টের আগের তিনটি টেস্টে ধীরে ধীরে নিজেকে গড়ে তোলার সুযোগ আছে পান্ডিয়ার যেখানে সে তৃতীয় পেসারের ভুমিকা পালন করতে পারে এবং একজন অতিরিক্ত স্পিনার খেলানো যায়।’ – যোগ করেন জনাব চ্যাপেল।

তাছাড়া সাত নাম্বারে পান্ডিয়ার ব্যাটিং ভারতীয় ব্যাটিং লাইন-আপকে শক্তিশালী করবে বলেও মনে করেন ইয়ান চ্যাপেল।

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »