ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তৃতীয় টেস্টে ভারতকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিশ্চিত করেছে অজিরা। এর আগে সিরিজের প্রথম দুই টেস্টে হেরে শঙ্কায় পড়েছিল  অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়াকে মাত্র ৭৬ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। তবে শুরু থেকেই অজিদের চাপে রাখতে চেয়েছিল স্বাগতিকরা। ভারতের শুরুটা বেশ ভালো ছিল। রবিচন্দ্রন অশ্বিন নিজের প্রথম ওভারেই উসমান খাওয়াজাকে আউট করে ভারতের স্বস্তি ফেরান। এরপর দ্বিতীয় উইকেটে ট্রাভিস হেডকে নিয়ে ধীরে ধীরে অস্ট্রেলিয়ার ইনিংস এগিয়ে নিয়ে যান মার্নাস ল্যাবুশেন।

শেষ পর্যন্ত হেড ৫৩ বলে ৪৯ এবং ল্যাবুশেন ৫৮ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ভারত ১০৯ রানে গুটিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। বড় লিডের সুযোগ থাকলেও অস্ট্রেলিয়া ১৯৭ রানের বেশি করতে পারেনি। এতে ৪৭ রানের লিড নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

তবে দ্বিতীয় ইনিংসেও মোটেও ভালো করেত পারেনি ভারতের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৩ রানেই অল আউট হয় তারা। যেখানে দলের হয়ে একটু লড়াই করেছেন চেতেশ্বর পূজারা। ১৪২ বলে ৫৯ রানের ইনিংস খেলেন ভারতীয় এই ব্যাটার।

বল হাতে দারুণ খেলেছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। ৬৪ রান দিয়ে একাই ৮ উইকেট শিকার করেছেন এই অফ স্পিনার। এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন মিচেল স্টার্ক ও ম্যাথু কুহনেমান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আপডেট পয়েন্ট টেবিল-

১) অস্ট্রেলিয়া: ম্যাচ-১৮, জয়-১১, হার-৩, ড্র-৪, পয়েন্ট-১৪৮, পয়েন্টের শতকরা হার- ৬৮.৫২।

২) ভারত: ম্যাচ-১৭, জয়-১০, হার-৫, ড্র-২, পয়েন্ট-১২৩, পয়েন্টের শতকরা হার- ৬০.২৯।

৩) শ্রীলঙ্কা: ম্যাচ-১০, জয়-৫, হার-৪, ড্র-১, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৫৩.৩৩।

৪) দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-১৪, জয়-৭, হার-৬, ড্র-১, পয়েন্ট-৮৮, পয়েন্টের শতকরা হার- ৫২.৩৮।

৫) ইংল্যান্ড: ম্যাচ-২২, জয়-১০, হার-৮, ড্র-৪, পয়েন্ট-১২৪, পয়েন্টের শতকরা হার- ৪৬.৯৭।

৬) পাকিস্তান: ম্যাচ-১৪, জয়-৪, হার-৬, ড্র-৪, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৩৮.১০।

৭) ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-১২, জয়-৪, হার-৬, ড্র-২, পয়েন্ট-৫৪, পয়েন্টের শতকরা হার- ৩৭.৫০।

৮) নিউজিল্যান্ড: ম্যাচ-১১, জয়-২, হার-৬, ড্র-৩, পয়েন্ট-৩৬, পয়েন্টের শতকরা হার- ২৭.২৭।

৯) বাংলাদেশ: ম্যাচ-১২, জয়-১, হার-১০, ড্র-১, পয়েন্ট-১৬, পয়েন্টের শতকরা হার- ১১.১১।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »