ভারতকে হারিয়ে ওয়ানডেতে শীর্ষে অস্ট্রেলিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২১ রানে ম্যাচ হেরে অস্ট্রেলিয়ার কাছে ২-১ ব্যবধানে সিরিজও হেরেছে রোহিত শর্মার দল। সিরিজ জয়ের সুবাদে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠলো স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। দুইয়ে নেমে গেছে ভারত।

বুধবার চেন্নাইতে ওয়ানডে সিরিজের ভাগ্য নির্ধারক ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচেই ভারতকে ২১ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ভারতকে তাদের ঘরের মাঠেই ২-১ ফলে সিরিজ হারিয়ে দিল অজিরা।

চেন্নাইতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২৬৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন এই সিরিজের নায়ক মিচেল মার্শ। তাকে যোগ্য সঙ্গত করেন ট্রেভিস হেড (৩৩)। ওপেনিং জুটিতে ওঠে ৬৮ রান। পরের দিকে অ্যালেক্স ক্যারি (৩৮), ডেভিড ওয়ার্নার (২৩), মার্নাস ল্যাবুশেন (২৮), মার্কাস স্টোইনিস (২৫) এবং শন অ্যাবট (২৬) দলকে লড়াকু স্কোরে পৌঁছে দেয়।

জবাবে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২৪৮ রানে অলআউট হয়ে যায় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মা (৩০), শুভমন গিল(৩৭), হার্দিক পাণ্ডিয়া (৪০), কেএল রাহুল (৩২) প্রত্যেকেই শুরুটা ভালো করলেও লম্বা ইনিংস খেলতে না পারার কারণে হারতে হয়েছে ভারতকে। সেইদিনে অজিদের বিপক্ষে আবারও এক বার গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব। সিরিজে এই নিয়ে পরপর তিন ম্যাচে গোল্ডেন ডাক করলেন তিনি।

প্রায় চার বছর পর আবারও অজিদের কাছেই ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ হারলো ভারত। এর আগে ২০১৯ সালেও ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতের মাটিতে ৩-২ ফলে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »