নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কানপুর টেস্টে পরাজয়ের দারপ্রান্তে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে দেড়শ রানের আগেই থামল সফরকারীদের ইনিংস। লাঞ্চ বিরতির পর ৯৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে ভারত।
টাইগারদের প্রথম ইনিংসে ২৩৩ রানের জবাবে ভারত ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে । ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে অতিথিরা দুই উইকেটে ২৬ রান রান তুলে পঞ্চম দিন শুরু করে। ব্যাটারদের ব্যর্থতায় দলটি মাত্র ১৪৬ রানে অলআউট হয়।
পঞ্চম দিনের শুরুতেই অশ্বিনের লেগ স্টাম্পের বাইরের বলে অহেতুক সুইপ শট খেলতে যান ২ রান করা মুমিনুল। লেগ স্লিপে থাকা লোকেশ রাহুল বল তালুবন্দি করেন। টাইগারদের প্রথম ইনিংসে তিনি ১০৭ রানে অপরাজিত ছিলেন।
নাজমুল হোসেন শান্তর সঙ্গে চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি গড়েন সাদমান। একপর্যায়ে দলটির স্কোর ছিল ৩ উইকেটে ৯১ রান। সেখান থেকে চোখের পলকে তা হয়ে যায় ৭ উইকেটে ৯৪। মাত্র ৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় সফরকারীরা।
নিজের ব্যক্তিগত ১৯ রানে শান্ত আউট হন। ভারতের মাটিতে বাংলাদেশি ওপেনার হিসেবে এক ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড গড়া সাদমান ইসলাম ১০১ বলে ১০ চারে ৫০ রানের ইনিংস খেলেন সাদমান। এরপর মনোযোগ হারিয়ে আকাশদীপের বলে জয়সওয়ালের তালুবন্দি হন। খানিক পর মাত্র এক রান করে জাদেজার বলে রিশভ পান্টের গ্লাভসবন্দি হন লিটন দাস।
সাকিব আল হাসান রানের খাতা না খুলেই আউট হন। জাদেজার বলে ড্রাইভ করতে গিয়েও শেষ মুহূর্তে নিজেকে সামলাতে চেষ্টা করেন সাকিব। ক্লিপ শটে বোলারের হাতে ফিরতি ক্যাচ দিয়ে তাকে ফিরতে হয়। বুমরাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৯ রান করা মিরাজ, রানের খাতা না খুলে এলবিডব্লিউ হন তাইজুল। শেষ ব্যাটার হিসেবে তার বলে বোল্ড হওয়ার আগে ৩৭ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম