নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজেদের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দুর্দান্ত আসর কাটানোর লক্ষ্যে, অনেক স্বপ্নকে সঙ্গী করে বিশ্বকাপ খেলতে ভারতের বিমান ধরেছিল বাংলাদেশ।
সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে যাওয়া দলটির পারফরম্যান্স ব্যাটে-বলে যাচ্ছেতাই। বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষেও হেরেছে দল। টানা ৬ ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে টাইগাররা।
টানা ৬ ম্যাচে হার বাংলাদেশকে কঠিন বাস্তবতা দেখিয়েছে। টুর্নামেন্টে এখনো ২ ম্যাচ হাতে থাকলেও প্রথম দল হিসেবে বাদ পড়ে গেছে লাল-সবুজরা। শুধু তাই নয়, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্নও কঠিন এখন তাদের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ এ থাকতে হত বাংলাদেশকে। কিন্তু এই মুহূর্তে দলের অবস্থান তলানিতে। হাতে দুই ম্যাচ থাকলেও সমীকরণ বেশ কঠিন। সেই সঙ্গে বাকি দলগুলোর ফলাফলের ওপরেও অনেক কিছু নির্ভর করছে।
এবারের বিশ্বকাপে এসে যেন বদলে গেছে হিসেবের সব খাতা। চেষ্টা করেও জয়ের মুখ দেখা হচ্ছে না সাকিব বাহিনীর। মিরাজ অবশ্য এজন্য পারফরম্যান্সের সঙ্গে ভাগ্যকেও দুষছেন। তিনি বলেন, দিন শেষে আমাদের ভাগ্যটাও কাজ করছে না।
মিরাজ বলে; আমরা চেষ্টা করছি, কেউ তো খারাপ খেলার চেষ্টা করছে না। দিন শেষে সবাই চেষ্টা করছে, ভাগ্য সহায় হচ্ছে না। ব্যাটাররা শট খেললেই হাতে চলে যাচ্ছে, এরকম তো কখনোই হয়নি। শেষ ৩ বছরে ওয়ানডে আমরা খেলেছি, আমার মনে হয় ভাগ্য কম কাজ করছে।