ভক্তদের উদ্দেশ্যে আবেগী বার্তা করেনা আক্রান্ত নাফিসের

নিউজ ডেস্ক »

সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক ক্রিকেটার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল। তবে তিনি এখন সুস্থ আছেন এবং আইসোলেশনে আছে। দেশের এক অনলাইন পোর্টালকে তিনি ব্যাপারটা নিশ্চিত করেছেন। সাথে ভক্তদেরও দিলেন বার্তা৷

নাফিস এক অডিও বার্তায় বলেন, ‘অনেকেই আমার খোঁজ নিচ্ছেন। কিন্তু সবার উত্তর আমি দিতে পারছিনা। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আপনারা আমার খোঁজ নিচ্ছেন আর খবর রাখছেন। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন যেমনটা আমি আপনাদের বাসি। আমি এখন ভালো আছি। আমার এখন উন্নতি হচ্ছে। আমার জন্য দোয়া করবেন। আমার কোনো সমস্যা হচ্ছেনা। আমার পরিবার আমার যত্ন নিচ্ছে।’

সব কিছু জানিয়ে নাফিস বলেন, ‘দিন দশেক ধরে আমার শরীরে জ্বর ও ব্যথা ছিলো। খারাপ লাগা অনুভব করতাম। এরপর করোনা টেষ্টের জন্য নমুনা দিলাম। দুই দিন পর ফল এসেছে পোজিটিভ৷ এর পর থেকে আইসোলেশনে আছি। তবে এখন সুস্থ আছি। আমার জন্য দোয়া করবেন৷ আমি দুঃখিত সবার ফোন আমি ধরতে পারছিনা।’

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »