বড় ম্যাচের আগে বাথরুমে বসে থাকতে হয় মুশফিককেঃ তামিম

নিউজ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। মাঠে তাদের জুটি যেমন দারুণ ব্যাটিং করেন, মাঠের বাইরেও সারাক্ষণ বন্ধুসুলভ খুনসুটি লেগেই থাকে। গতকাল ইন্সটাগ্রাম লাইভে এসে একে অপরের মজার অনেক বিষয় শেয়ার করেছেন ভক্তদের সাথে। এক পর্যায়ে তামিম দাবি করেন, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাথরুমে বসে থাকতে হয় মুশফিককে। তবে মুশিও এর কারণ ব্যাখ্যা করেন।

তামিম উদাহরণ হিসেবে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির কয়েকটি ম্যাচের কথা উল্লেখ করেন। ইংল্যান্ডের ও অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নাকি বাথরুমে কিছুটা সময় বসেছিলেন মুশি। অবশ্য দুটি ম্যাচেই ভাল খেলেন মুশফিক। তবে এই বাথরুমে সময় কাটানো কে কুসংস্কার মানছেন তামিম।

তবে এটিকেই কুসংস্কার মানতে নারাজ মুশফিক। তাঁর যুক্তিমতে এটা তার আত্মবিশ্বাস বাড়ায়।
মুশফিক বলেন, ‘আমার কাছে এটি কুসংস্কার নয়। অনেকের ক্ষেত্রে এটা কাজ করে যে, এই ব্যাট বা গ্লাভস ব্যবহার করলে ভাল খেলি। আমার যেটা মনে হয়েছে নিজের মধ্যে আত্মবিশ্বাস জন্মানো। মাঠে যাওয়ার আগে ভাল অনুভব করা। তুই (তামিম) যেখানে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করেছিস, সেখানে একটা ভাল অনুভূতি থাকে না যে আমি আবার ভাল করব। আমার পুরো আস্থা আল্লাহর উপর। আর ওটা বাথরুম ছিল না। শাওয়ার রুম ছিল।’

তারপর তামিম মজা করে বলেন, ‘আমার কেন যেন মনে হয় তুই যদি কমোডের উপরেও বসিস, পরের ম্যাচে সেঞ্চুরি করতে পারবি’।

বাংলাদেশ সময় : ১:৪০ পিএম

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »